আজ সোমবার পঞ্চগড়ের দেবীগঞ্জ

আবুল মাল আব্দুল মুহিত
সোমবার , ০৭ সেপ্টেম্বর ২০১৫

বাংলাদেশের অভ্যন্তরে পঞ্চগড়ে ১১১ বিলুপ্ত ছিটমহলের বাসিন্দাদের ভারতে যাওয়ার ট্রাভেল পাস (গমনাগমনের অনুমোদনপত্র) দেওয়া শুরু হয়েছে। এটিই তাঁদের পরিচয়পত্র হিসেবে ব্যবহার হবে। ভারতে নাগরিকত্ব পেতে যারা আবেদন করেছেন তাঁদের এই পাস দেওয়া হচ্ছে।

আজ সোমবার পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ডাকবাংলা প্রাঙ্গণে সকাল সাড়ে ১০টার দিকে এই কার্যক্রম উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার পঙ্কজ সরণ।

অস্থায়ী গমনাগমন ও পরিচয়পত্র পাওয়া নাগরিকেরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে ভারতে যেতে পারবেন। তাঁরা হলদিবাড়ি-চিলাহাটি, সাহেবগঞ্জ-বাগবন্দর ও চ্যাংড়াবান্ধা-বুড়িমারী চেকপোস্ট ব্যবহার করতে পারবেন। এই নাগরিকেরা ৩১ অক্টোবর পর্যন্ত যাতায়াত এবং ১ থেকে ৩০ নভেম্বরের মধ্যে চূড়ান্তভাবে ভারতে চলে যাবেন। ক্যাম্পে জানানো হয়, তাঁদের খরচ সেদেশের সরকার দেবেন।

পঙ্কজ সরণ বলেন, এসব নাগরিকদের স্বাগত জানাতে কোচবিহার জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে। ছিটমহলের সমস্যা সমাধান সারা বিশ্বে একটি উদাহরণ বলে তিনি মন্তব্য করেন। ভারতে তাঁদের নতুন জীবন শুরু হবে বলে তিনি আশা করেন। তিনি আরও বলেন, ভারতে গিয়ে তাঁরা সুখী হবেন।