অ্যাপোলো ইস্পাতের উৎপাদন বন্ধ

মার্কেটট্রেন্ডবিডি.কম
শনিবার , ১৯ আগস্ট ২০২৩

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেডের উৎপাদন প্রায় দুই বছর ধরে বন্ধ রয়েছে।

গত বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য মতে, কোম্পানির আর্থিক অবস্থাও ভালো নয়।

উল্লেখ্য, ২০১৩ সালে দেশের পুঁজিবাজারে অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় । ‘জেড’ ক্যাটাগরির কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪০১ কোটি ৩০ লাখ ৯০ হাজার টাকা। কোম্পানিটির মোট ৪০ কোটি ১৩ লাখ ৮ হাজার ৬০০টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ২০.২৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২০.৫৩ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে ০.৪২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৮.৮১ শতাংশ শেয়ার রয়েছে।