নিম্নমুখী প্রবণতায় চলছে উভয় শেয়ারবাজারের লেনদেন

নিম্নমুখী প্রবণতায়
রবিবার , ০৪ অক্টোবর ২০১৫

নিম্নমুখী প্রবণতায় চলছে দেশের উভয় শেয়ারবাজারের লেনদেন। রবিবার প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সূচক ডিএসইএক্স কমেছে ১৯.৮৩ পয়েন্ট।

এ সময়ে লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৮৩টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর। দরবৃদ্ধির শীর্ষে রয়েছে রহিম টেক্সটাইল। ৬.২৫ শতাংশ দর বেড়ে ৩২১.৩ টাকায় লেনদেন হচ্ছিল এ কোম্পানির শেয়ার। ৫.৫১ শতাংশ দর বেড়ে দরবৃদ্ধির দ্বিতীয় স্থানে থাকা লিগ্যাসি ফুটওয়্যারের শেয়ার ৩২.৫ টাকায় লেনদেন হচ্ছিল। তৃতীয়স্থানে থাকা মডার্ন ডায়িংয়ের শেয়ারের দর ৫ শতাংশ বেড়ে ১৭০ টাকায় লেনদেন হচ্ছিল।

প্রথম দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ১৬৭ কোটি ৬৫ লাখ টাকা। লেনদেনের শীর্ষে রয়েছে ফার কেমিক্যাল। এ কোম্পানির লেনদেন হয়েছে ১১ কোটি ৩৯ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার। ৮ কোটি ৭৭ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে সাইফ পাওয়ারটেক। তৃতীয় স্থানে থাকা সামিট অ্যালায়েন্স পোর্টের লেনদেনের পরিমাণ হচ্ছে ৫ কোটি ১১ লাখ ৮৪ হাজার টাকা। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- লাফার্জ সুরমা সিমেন্ট, কাশেম ড্রাইসেল, প্রিমিয়ার সিমেন্ট।

দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম দুই ঘণ্টার লেনদেন শেষে সূচক ৩১.১১ পয়েন্ট কমে ৯০১৬.৮৫ পয়েন্টে অবস্থান করছিল। এ সময়ে লেনদেন হয়েছে ৯ কোটি ৫১ লাখ টাকার শেয়ার।