শীর্ষে কেয়া, প্রায় ৭৫ কোটির টাকার লেনদেন

মার্কেট ট্রেন্ড বিডিডটকম রিপোর্ট
বুধবার , ১২ জুলাই ২০১৭

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে কেয়া কসমেটিকস। আজ বুধবার কোম্পানির ৭৪ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় স্থানে রয়েছে জেনারেশন নেক্সট ফ্যাশন। বস্ত্র খাতের এ কোম্পানিটির ৩৭ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা ইফাদ অটোস’র ৩২ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে এরপর রয়েছে- ফু-ওয়াং ফুড, বেক্সিমকো, ইসলামি ব্যাংক, তুং হাই নিটিং, নূরাণি ডাইং, সাইফ পাওয়ারটেক ও অগ্নি সিষ্টেমস।

এদিকে আজ ডিএসইতে সূচক ও লেনদেন দুই-ই কমেছে। ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৯ দশমিক ৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৭৯০ দশমিক ৭৮ পয়েন্টে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ১৬ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩১৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৬ পয়েন্টে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসইতে ৯১৪ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের তুলনায় ৪০৬ কোটি ৩৯ লাখ টাকা কম। আগের দিন মঙ্গলবার ডিএসইতে লেনদেন হয় ১৩২০ কোটি ৪৮ লাখ টাকা।

অন্যদিকে আজ সিএসইতে ৫৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৭৬ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬৬ দশমিক ৯৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯৪৭ দশমিক ৯৫ পয়েন্টে। লেনদেন হয়েছে ২৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৫৪টির। কমেছে ২১২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির দর।