সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক বেড়েছে ২৪ পয়েন্টের বেশী

মার্কেট ট্রেন্ড বিডিডটকম রিপোর্ট
রবিবার , ০৯ জুলাই ২০১৭

আজ রোববার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৪ পয়েন্টের বেশি। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে প্রায় ৭৫ পয়েন্ট।

এছাড়া দুই বাজারেই লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

আজ ডিএসইতে এক হাজার ১৬০ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।এর আগের কার্যদিবস বৃহষ্পতিবার লেনদেন হয় ১০০৫ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার। এ হিসেবে আজ ১৫৪ কোটি ৯৫ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে।

ডিএসইতে আজ মোট ৩২৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৮৮টির, কমেছে ১০০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর।

টাকার অঙ্কে ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে কেয়া কসমেটিকসের শেয়ার। এ দিন কোম্পানির ৭৮ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনে দ্বিতীয় স্থানে থাকা এমজেএল বাংলাদেশের ৩৭ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। তৃতীয় স্থানে থাকা কনফিডেন্স সিমেন্টের ৩০ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

লেনদেনে এরপর রয়েছে- সিঅ্যযান্ডএ টেক্সটাইল, রিজেন্ট টেক্সটাইল, বেক্সিমকো, ফু-ওয়াং ফুড, লংকাবাংলা ফাইন্যান্স, সাইফ পাওয়ারটেক ও পেনিনসুলা চিটাগাং।

এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্যসূচক ২৪ দশমিক ৬৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৭৪ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৩১৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ দশমিক ৭০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১০৮ পয়েন্টে।

অন্যদিকে আজ সিএসইতে ৮৫ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার এই বাজারে হাতবদল হয়েছিল ৬২ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার।

আজ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৫ দশমিক ৯৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৯৫ দশমিক ৩৭ পয়েন্টে।

আজ সিএসইতে মোট ২৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ১৪৭টির, কমেছে ৭৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।