বেক্সিমকোর ১৬২ কোটি টাকার শেয়ার লেনদেন

মার্কেটট্রেন্ডবিডিডটকম রিপোর্ট
বুধবার , ০৭ জুলাই ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বুধবার লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। দ্বিতীয় অবস্থানে রয়েছে সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জহোলসিম। তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো ফার্মা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ বেক্সিমকোর মোট ১ কোটি ৭৭ লাখ ১০ হাজার ৩৫৪টি শেয়ার হাতবদল করেছে। যার বাজারমূল্য ১৬২ কোটি ৩৫ লাখ টাকা।

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেডের ৪৭ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন কোম্পানিটির মোট ৭৬ লাখ ৮৭ হাজার ৯৬৮টি শেয়ার লেনদেন হয়েছে।

তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মার ১৫ লাখ ৩৯ হাজার ১৬৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৮ কোটি ১১ লাখ টাকা।

লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল ফিড, কেয়া কসমেটিকস, লংকাবাংলা ফিন্যান্স,ফুওয়াং ফুড,মতিন স্পিনিং, স্কয়ার ফার্মা ও আলিফ ম্যানুফ্যাকচারিং লিমিটেড।

আজ ডিএসইতে মোট ১ হাজার ৫৭৭ কোটি ৫৬ লাখ টাকা লেনদেন হয়েছে। ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ১৭৭ পয়েন্টে।