ব্লক মার্কেটে লেনদেনে শীর্ষে ব্র্যাক ব্যাংক

মার্কেটট্রেন্ডবিডিডটকম রিপোর্ট
মঙ্গলবার , ০৬ জুলাই ২০২১

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ব্লক মার্কেটে লেনদেনে শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। এদিন ব্লক মার্কেটে কোম্পানিটির ৫কোটি ৩৯ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে বিডি ফাইন্যান্স। আর্থিক খাতের এ প্রতিষ্ঠানটির ৫ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ফনিক্স ফিন্যান্স ৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

মোট ২৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৭৫ লাখ ২৬ হাজার ৬৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৭ কোটি ৪৪ লাখ টাকা।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ইন্ডাস্ট্রিজ, অ্যাপোলো ইস্পাত, আর্গন ডেনিম, বিকন ফার্মা, বেক্সিমকো, ঢাকা ডাইং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এস্কয়ার নিট কম্পোজিট, ফ্যাস ফিন্যান্স, ফরচুন সুজ, জেনেক্স ইনফোসিস, জেনারেশন নেক্সট, ইনডেক্স অ্যাগ্রো, কেয়া কসমেটিকস, কাট্টালি টেক্সটাইল, ম্যাকসন্স স্পিনিং, মালেক স্পিনিং, ন্যাশনাল ফিড মিল, পিএইচপি মিউচ্যুয়াল ফান্ড ওয়ান, পাওয়ার গ্রীড, প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিলকো ফার্মা ও সোনালী পেপার লিমিটেড।