বাড়ছে গ্যাসের দাম!

মার্কেট ট্রেন্ড বিডিডটকম রিপোর্ট
বুধবার , ০৬ এপ্রিল ২০১৬

আবারো গ্যাসের দাম বাড়ছে! গ্যাস বিতরণী কোম্পানিগুলো গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছে জ্বালানি খাতের নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি)

এছাড়া সরকারও যানবাহনে সিএনজি (কমপ্রেসড ন্যাচারাল গ্যাস) ব্যবহারে অনাগ্রহ তৈরির জন্য গ্যাসের দাম বৃদ্ধি করতে চাচ্ছে বলে বিদ্যুৎ ও জ্বালানী খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে । সেক্ষেত্রে সিএনজির মূল্য ইউনিট প্রতি অন্তত পাঁচ টাকা বৃদ্ধি করা হতে পারে।

পেট্রোবাংলা সূত্র জানায়, সম্প্রতি বিতরণ কোম্পানিগুলো বিইআরসির গ্যাসের মূল্য বৃদ্ধির প্রস্তাব পাঠিয়েছে। প্রস্তাবে আগামি ১ জুলাই থেকে দাম বাড়ানোর জন্য আবেদন করেছে ছয় গ্যাস বিতরণ কোম্পানি।

সর্বশেষ গত বছর ২৭ আগস্ট বিদ্যুৎকেন্দ্র ও সার কারখানা ব্যতীত সব ধরনের গ্রাহকের গ্যাসের মূল্য গড়ে ২৬ দশমিক ২৯ শতাংশ বৃদ্ধি করা হয় দাম বৃদ্ধির এই সিদ্ধান্ত সে বছরের সেপ্টেম্বর থেকে কার্যকর হয়