চারশ কোটি টাকা আয়কর দিতে হবে ব্র্যাককে

মার্কেট ট্রেন্ড বিডি ডটকম রিপোর্ট
বুধবার , ০৩ আগস্ট ২০১৬

চারশ কোটি টাকা আয়কর দিতে হবে এনজিও ব্র্যাককে। গত ১১টি করবর্ষের জন্য বাংলাদেশ রুরাল এডভান্সমেন্ট কমিটির (ব্র্যাক) আয়কর বাবদ কর আপিল ট্রাইব্যুনাল কর্তৃক নির্ধারিত ৪০৪ কোটি ২০ লাখ ৫৮ হাজার ৮৯২ টাকা পরিশোধের সিদ্ধান্ত বহাল রেখে আজ বুধবার রায় দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বেঞ্চ ওই আয়কর অব্যাহতি পাওয়ার যোগ্য বলে হাই কোর্টের দেওয়া রায় বাতিল ঘোষণা করেছে।

মামলার বিবরণে জানা যায়, বিভিন্ন সময় ডেপুটি কমিশনার অফ ট্যাক্সেস ওই প্রতিষ্ঠানের ১৯৯৩-৯৪, ১৯৯৪-৯৫, ১৯৯৫-৯৬, ১৯৯৬-৯৭, ২০০৫-০৬, ২০০৬-০৭, ২০০৭-০৮, ২০০৮-০৯, ২০০৯-১০, ২০১০-১১ ও ২০১১-১২ করবর্ষের জন্য আয়কর নির্ধারণ করেন।

তখন ব্র্যাক অ্যাপিলেট কমিশনারের কাছে আপিল করে। অ্যাপিলেট কমিশনার সংযোজন-বিয়োজন করে উপকর কমিশনারের ওই সিদ্ধান্ত বহাল রাখেন।

এর বিরুদ্ধে ব্র্যাক আবেদন নিয়ে ট্যাক্সেস অ্যাপিলেট ট্রাইব্যুনাল যায়, যা দ্বিতীয় আপিল হিসেবে পরিচিত। ট্রাইব্যুনালের সিদ্ধান্তে ব্র্যাকের প্রদেয় আয়কর নির্ধারিত হয় চারশ কোটি টাকার উপরে।

তার বিরুদ্ধে ব্র্যাক হাই কোর্টে পৃথক ইনকাম ট্যাক্স রেফারেন্স আবেদন করে।

১১টি রেফারেন্স আপিলের উপর শুনানি শেষে ২০১৪ সালের ১৪ ডিসেম্বর হাই কোর্ট এক রায়ে ব্র্যাক ওই আয়কর অব্যাহতি পাওয়ারযোগ্য বলে ঘোষণা করেন।

এই রায়ের বিরুদ্ধে কমিশনার অফ ট্যাক্সেস গত বছর ১১টি আপিলের আবেদন করে। শুনানি শেষে একই বছরের ১০ সেপ্টেম্বর আপিল বিভাগ ওই আবেদন মঞ্জুর করে এক বছরের মধ্যে চারটি সমান কিস্তিতে ওই আয়করের অর্ধেক দিতে ব্র্যাককে নির্দেশ দেয়।

আপিলের আবেদন মঞ্জুরের ধারাবাহিকতায় রাষ্ট্রপক্ষ নিয়মিত আপিল করে, যা বুধবার শুনানির জন্য ওঠে। আদালতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল রাশেদ জাহাঙ্গীরই শুনানি করেন। ব্র্যাকের পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও মো. আসাদুজ্জামান।