সকল প্রকার কাঁচাপাট রপ্তানির উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সরকার। আজ সোমবার বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পাট অধ্যাদেশ ১৯৬২ এর ৪ ও ১৩ ধারা মোতাবেক সকল প্রকার কাচাঁপাট রপ্তানীর উপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হল।
উল্লেখ্য, গত বছরের ১ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে ৩ নভেম্বর হতে এক মাস পর্যন্ত সকল প্রকার কাচাঁপাট রপ্তানী বন্ধ রাখা হয়। পরে ২ ডিসেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল প্রকার কাচাঁপাট রপ্তানী বন্ধ রাখা হয়। যদিও পরে চলতি বছরের ৫জানুয়ারী এক আদেশের মাধ্যমে ৪১টি প্রতিষ্ঠানের অনুকূলে গত বছরের ৩ নভেম্বরের আগে ইস্যুকৃত ২৫১টি এলসির বিপরীতে ২ দশমিক ৭৭ লক্ষ বেল কাঁচা পাট রপ্তানীর জন্য অনুমোদন দেয়া হয়।
প্রসঙ্গত: ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি এই ছয়টি পণ্য সংরক্ষণ ও পরিবহনে সরকার পাটজাত মোড়কের ব্যবহার বাধ্যতামূলক করেছে। ফলে দেশে পাটের চাহিদা বেড়েছে। এ চাহিদা মেটাতেই কাঁচাপাট রপ্তানি বন্ধ করা হয়েছিল।
আপনার মন্তব্য লিখুন