সঞ্চয়পত্র বিক্রি বেড়েছে

মার্কেট ট্রেন্ড বিডিডটকম রিপোর্ট
মঙ্গলবার , ০১ মার্চ ২০১৬

ব্যাংকে সুদের হার ক্রমে কমতে থাকায় সঞ্চয়পত্রে বিনিয়োগের দিকে ঝুঁকছে সাধারণ মানুষ। সঞ্চয়পত্রে মুনাফার হার কমানোর পরও কয়েক মাস ধরে সঞ্চয়পত্র বিক্রি বাড়েছে।

এদিকে সঞ্চয়পত্রের বিক্রির প্রবণতা বেড়ে যাওয়ায় সরকার সঞ্চয়পত্র বিক্রির লক্ষ্যমাত্রা বৃদ্ধি করে ২১ হাজার কোটি টাকা করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে।

চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘাটতি পূরণে সঞ্চয়পত্র বিক্রি করে ১৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্য নিয়েছিল সরকার। কিন্তু সঞ্চয়পত্র বিক্রি বেড়ে যাওয়ায় লক্ষ্যটি ছয় হাজার কোটি টাকা বাড়ানোর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে অর্থ মন্ত্রণালয়। সংশোধিত বাজেটে এটি অন্তর্ভুক্ত করা হবে বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত ডিসেম্বর শেষে ব্যাংকগুলোতে আমানত গড় সুদের হার ছিল ৬ দশমিক ৩৪ শতাংশ। এর বিপরীতে চার ধরনের সঞ্চয়পত্রের মুনাফার হার ১১ দশমিক শূন্য ৪ শতাংশ থেকে ১১ দশমিক ৭৬ শতাংশ। ফলে সাধারণ মানুষের কাছে বিনিয়োগের ক্ষেত্রে স্বাভাবিকভাবেই সঞ্চয়পত্র এখনো অনেক বেশি লাভজনক।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম ছয় মাস শেষে সঞ্চয়পত্রের নিট বিক্রি হয়েছে ১৩ হাজার ৩০৫ কোটি টাকা, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১ দশমিক ২৯ শতাংশ বেশি।
জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বেশি মুনাফা পাওয়া যায় পেনশনার সঞ্চয়পত্রে। পাঁচ বছর মেয়াদি এই সঞ্চয়পত্রে ১১ দশমিক ৭৬ শতাংশ মুনাফা। পরিবার সঞ্চয়পত্রে যা ১১ দশমিক ৫২ শতাংশ। পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্রে মুনাফার হার ১১ দশমিক ২৮ শতাংশ। অন্যদিকে একই মেয়াদের তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্রে মুনাফার হার ১১ দশমিক শূন্য ৪ শতাংশ।