পরিচালক হতে কোম্পানির ৫ শতাংশ শেয়ার ধারণ বাধ্যবাধতামূলক হচ্ছে

মার্কেট ট্রেন্ড বিডিডটকম রিপোর্ট
শুক্রবার , ২৬ জানুয়ারী ২০১৮

কোন কোম্পানির মনোনীত পরিচালক হতে তাকে সেই কোম্পানির ৫ শতাংশ শেয়ার ধারণ করতে হবে। এছাড়া ঋণখেলাপি, শেয়ারবাজার কারসাজি ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তি স্বতন্ত্র পরিচালক হতে পারবে না।

সম্প্রতি মতামতের জন্য প্রকাশিত করপোরেট গভর্ন্যান্স কোডসে (সিজিসি) এ বিধান রেখেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তালিকাভুক্ত কোম্পানিতে সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করতে করপোরেট গভর্ন্যান্স গাইডলাইন সংশোধন করে সিজিসির খসড়া প্রণয়ন করা হয়েছে। এতে সুশাসন ও বিনিয়োগকারীদের স্বার্থের সঙ্গে সম্পর্কিত অনেক বিষয়ে নজর দেয়া হয়েছে। তবে বাজার সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতেই তা চূড়ান্ত করা হবে।

সিজিসি থেকে জানা যায়, কোম্পানির পরিচালনা পর্ষদের সদস্য কমপক্ষে ৫ জন ও সর্বোচ্চ ২০ জনের সীমা নির্ধারণ করা হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সব সদস্য অনিবাসী বাংলাদেশী হতে পারবে না। পর্ষদে কমপক্ষে একজন নারী সদস্যকে রাখতে হবে। মনোনীত পরিচালক হওয়ার ক্ষেত্রে কমপক্ষে ৫ শতাংশ শেয়ার ধারণের বাধ্যবাধকতা দেয়া হয়েছে ১ নং ধারার ৬ নং ক্লজে।

স্বতন্ত্র পরিচালকের বিষয়ে বলা হয়েছে, কোম্পানির পরিচালনা পর্ষদে প্রতি পাঁচজন পরিচালকের বিপরীতে একজন স্বতন্ত্র পরিচালক থাকতে হবে। তবে কোম্পানির পর্ষদে মোট পরিচালকের দুই-তৃতীয়াংশের বেশি স্বতন্ত্র পরিচালক থাকতে পারবে না। কোনো কোম্পানি নির্ধারিত সীমা অনুযায়ী স্বতন্ত্র পরিচালক নিয়োগে ব্যর্থ হলে নিয়ন্ত্রক সংস্থা সর্বনিম্ন সীমা অনুযায়ী কোম্পানিটির পর্ষদে স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেবে। ব্যাংকের পর্ষদের ক্ষেত্রে সর্বোচ্চ ২০ জন পরিচালক ও কমপক্ষে তিনজন স্বতন্ত্র পরিচালক থাকবে। পরিচালক ২০ জনের কম হলে স্বতন্ত্র পরিচালক কমপক্ষে দুজন থাকতে হবে। স্বতন্ত্র পরিচালক কোম্পানির কোনো শেয়ার ধারণ করতে পারবেন না। স্বতন্ত্র পরিচালকের সঙ্গে কোম্পানির উদ্যোক্তা, পরিচালক, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান অর্থ কর্মকর্তা, কোম্পানি সচিব, হেড অব ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স এবং হেড অব আইসিটির পারিবারিক সম্পর্ক থাকতে পারবে না। পাশাপাশি তারা স্টক এক্সচেঞ্জের পরিচালক, স্টেকহোল্ডার কিংবা কর্মকর্তা হতে পারবেন না। এছাড়া ঋণখেলাপি, অপরাধ, শেয়ারবাজার কারসাজি ও সিকিউরিটিজ আইন লঙ্ঘনের কারণে আদালতে সাজাপ্রাপ্ত ব্যক্তি স্বতন্ত্র পরিচালক হতে পারবেন না। ৯০ দিনের বেশি স্বতন্ত্র পরিচালকের পদ খালি রাখা যাবে না। একজন ব্যক্তি টানা দুই মেয়াদে (ছয় বছর) স্বতন্ত্র পরিচালক হতে পারবেন। এছাড়া একই ব্যক্তি পাঁচটির বেশি তালিকাভুক্ত কোম্পানির পর্ষদে স্বতন্ত্র পরিচালক হিসেবে থাকতে পারবেন না।

মতামতের জন্য প্রকাশিত সিজিসি-এর এ বিধান অনুযায়ী একই ব্যক্তি একাধিক তালিকাভুক্ত কোম্পানির চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা পদে থাকতে পারবেন না। এক ব্যক্তি একই সময়ে কোনো কোম্পানির চেয়ারম্যান ও এমডি পদে থাকতে পারবেন না।

সিজিসি-এর বিধানে বলা হয়েছে, কোম্পানির মুনাফা অথবা অবণ্টিত মুনাফা থেকে লভ্যাংশ প্রদান করতে হবে। আন-রিয়েলাইজড গেইন, কম্প্রেহেনসিভ আয় অথবা মূলধন ভেঙে লভ্যাংশ প্রদান করা যাবে না। অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে স্টক বা বোনাস লভ্যাংশ দেয়া যাবে না। অন্যদিকে যেকোনো কোম্পানিকে স্টক লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে তার যথাযথ কারণ ব্যাখ্যা করতে হবে। একই সঙ্গে স্টক লভ্যাংশের অর্থ কোনো কাজে ব্যয় হচ্ছে আর্থিক প্রতিবেদনে উল্লেখ করে তা বিনিয়োগকারীদের জানাতে হবে।