গেইনারের শীর্ষে পেনিনসুলা

মার্কেট ট্রেন্ড বিডিডটকম রিপোর্ট
মঙ্গলবার , ১০ জুলাই ২০১৮

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) আজ মঙ্গলবার টপ-১০ গেইনারের শীর্ষে রয়েছে পেনিনসুলা চিটাগং লিমিটেড। কোম্পানিটির মোট ৪ লাখ ১৮ হাজার ৮১টি শেয়ারের হাতবদল হয়। গতকাল সোমবারের চেয়ে ২ টাকা ৬০ পয়সা বেড়ে ২৮ টাকা ৬০ পয়সায় প্রতিটি শেয়ার লেনদেন হয়।

টপ-১০ গেইনারের অন্য কোম্পানিগুলো হলো যথাক্রমে সিনোবাংলা ইন্ড্রাস্টিজ লিমিটেড, এইচ আর টেক্সটাইল লিমিটেড, লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেড, কনফিডেন্স সিমেন্ট লিমিটেড, আনোয়ার গ্যালভ্যানাইজিং লিমিটেড, পিটিএল (প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড), বেঙ্গল উইন্ডশোর থার্মোপ্লাস্টিক্স লিমিটেড, কেয়াকসমেটিক্স লিমিটেড, অ্যাপোলো ইস্পাত কমপ্লেক্স লিমিটেড।

উল্লেখ্য, টপ-১০ গেইনার কোম্পানির শেয়ারের ক্লোজিং প্রাইসের ভিত্তিতে এ তালিকা দেয়া হয়েছে।

এদিকে আজ দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছে। যা এ বছরের মধ্যে সর্বোচ্চ। আজ ডিএসইতে ১ হাজার ৮৮ কোটি ১৯ লাখ টাকার লেনদেন হয়েছে। এর আগে গত বছর নভেম্বরে লেনদেন হাজার কোটি টাকা ছাড়িয়েছিল।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে মোট ৩৩৯টি কোম্পানির ২৯ কোটি ২১ লাখ ৯৮ হাজার ৮১৩ টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৭১ দশমিক ৩০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৯১১ দশমিক ৮৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক ২ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৭১ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৮৩ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টি কোম্পানির শেয়ার।