আর্থিক প্রতিবেদন প্রকাশে দেড় মাস সময় পেল কোম্পানিগুলো

মার্কেটট্রেন্ডবিডিডটকম রিপাের্ট
বুধবার , ০৩ জুন ২০২০

মহামারি করোনাভাইরাসে সৃষ্ট সংকটের কারণে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন প্রকাশে সময় বাড়িয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

যেসব কোম্পানি চলতি হিসেব বছরের প্রথম বা তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেনি, তাদের আগামী দেড় মাসের মধ্যে এসব প্রতিবেদন প্রকাশ করতে হবে।

মঙ্গলবার ( ২ জুন) বিএসইসির এক জরুরি কমিশন সভায় এ নির্দশনা দেয়া হয়েছে। এ নির্দেশনা অনুযায়ী প্রথম প্রান্তিকের প্রতিবেদন আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এবং তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন চলতি জুনের মধ্যে প্রকাশ করতে হবে।

উল্লেখ্য, আইন অনুযায়ী, ডিসেম্বরে হিসাব বছর সমাপ্ত কোম্পানির প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন দেড় মাসের মধ্যে অর্থাৎ ১৫ মের মধ্যে এবং জুনে হিসাব বছর সমাপ্ত কোম্পানির তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন এক মাসের মধ্যে বা এপ্রিলের মধ্যে প্রকাশ করার বাধ্যবাধকতা ছিল।