মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই দর বাড়ছে জুট স্পিনার্সের

মার্কেটট্রেন্ডবিডিডটকম রিপোর্ট
সোমবার , ২২ আগস্ট ২০২২

মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই অস্বাভাবিক দর বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্স লিমিটেডের। এর কারণ জানতে সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কোম্পানিটিকে  চিঠি দেয়। জবাবে জুট স্পিনার্স জানায়, অস্বাভাবিক শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।  

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির শেয়ারদর বিশ্লেষণ করে দেখা যায়,  ডিএসইতে গত ৩ আগষ্ট কোম্পানিটির শেয়ার দর ছিল ১৫৮ টাকা ৮০ পয়সা।  আর আজ সোমবার কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ২০২ টাকা ২০ পয়সা। কোম্পানিটি ১৯৮৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। জেড’ ক্যাটাগরির জুট স্পিনার্সের অনুমোদিত মূলধন ৩ কোটি ৫০ লাখ টাকা। আর পরিশোধিত মূলধন  ১ কোটি ৭০ লাখ টাকা। পাট খাতের এ কোম্পানিটির মোট ১৭ লাখ শেয়ারের মধ্যে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে ৩৯ দশমিক ৮২ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২৩ দশমিক ২০ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৩৬ দশমিক ৯৮ শতাংশ শেয়ার রয়েছে।