পুঁজিবাজারে বিদেশী বিনিয়োগের শীর্ষ ১০ কোম্পানি

মার্কেট ট্রেন্ড বিডিডটকম রিপোর্ট
শনিবার , ২০ মে ২০১৭

পুঁজিবাজারে মৌলভিত্তি সম্পন্ন কোম্পানির অভাব থাকায় বিদেশি বিনিয়োগকারীরা হাতে গোণা কয়েকটি কোম্পানি ঘিরে বিনিয়োগ করছেন। বর্তমানে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তালিকাভুক্ত ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ২২৩টি-তে বিদেশী বিনিয়োগকারীদের কোনো বিনিয়োগ নেই। মাত্র ২২টিতে বিদেশি বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য বিনিয়োগ রয়েছে।

এরমধ্যে শীর্ষ দশ কোম্পানি হলো: অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ব্র্যাক ব্যাংক, বেক্সফার্মা, ডিবিএইচ, বিএসআরএম লিমিটেড, নর্দান, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রেনেটা, স্কয়ারফার্মা, ইসলামী ব্যাংক। অলিম্পিক ইন্ডাস্ট্রিজে ৪৩ দশমিক শূণ্য ৬ শতাংশ, ব্র্যাক ব্যাংকে ৪১ দশমিক ৫৪ শতাংশ, , বেক্সফার্মার ৪১ দশমিক ২৬ শতাংশ, ডিবিএইচ-এ ৩৭ দশমিক ৬১ শতাংশ, বিএসআরএম লিমিটেডে ২৭ দশমিক ৮২ শতাংশ, নর্দানে (নর্দান জুট ম্যানুফ্যাকচারিং লিমিটেড) ৩০ শতাংশ, শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ২৭ দশমিক ৫১ শতাংশ, রেনেটার ২১ দশমিক ৭৮ শতাংশ, স্কয়ারফার্মার ১৭ দশমিক ৩৬ শতাংশ ও ইসলামী ব্যাংকের ১৫ দশমিক ১৯ শতাংশ বিদেশী বিনিয়োগ রয়েছে।

এছাড়া ব্যাটবিসি, বেক্সিমকো, সিনোবাংলা, সিটি ব্যাংক, গ্রিনডেল্টা, এনভয় টেক্সটাইল, স্কয়ার টেক্সটাইল, সাউথইস্ট ব্যাংক, লিগ্যাসি ফুট, ম্যারিকো, রহিমা ফুড ও ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে উল্লেখযোগ্য পরিমানে বিদেশী বিনিয়োগ রয়েছে।

পুঁজিবাজার বিশেষজ্ঞরা জানান, বিদেশী বিনিয়োগকারীরা কোন কোম্পানিতে বিনিয়োগের আগে কোম্পানির মৌলভিত্তি, প্রাতিষ্ঠানিক সুশাসনসহ বিভিন্ন বিষয় দেখেন। এসব বিষয় বিবেচনা করলে সেরকম কোম্পানির সংখ্যা খুবই কম। ফলে তারা ৪০/৫০টি কোম্পানির বাইরে খুব একটা বিনিয়োগ করতে পারেন না। তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বর্তমানে ডিএসইতে তালিকাভুক্ত ৩৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে মাত্র ২২টি কোম্পানিতে বিদেশি বিনিয়োগকারীরা উল্লেখযোগ্য পরিমাণে বিনিয়োগ করেছেন।

এদিকে ওটিসি (ওভার দ্য কাউন্টার মার্কেটের) মার্কেটের ৬৬টি কোম্পানিতেও বিদেশিদের কোনো বিনিয়োগ নেই। সেটি হিসাবে নিলে ৭৩ শতাংশ কোম্পানিতেই বিদেশিদের কোনো বিনিয়োগ নেই।