বিডি থাইয়ের লভ্যাংশ নির্ধারণী সভা ৯ আগস্ট

মার্কেট ট্রেন্ড বিডি ডটকম রিপোর্ট
শুক্রবার , ০৫ আগস্ট ২০১৬

আগামি ৯ আগষ্ট বিকাল সাড়ে ৪টায় পরিচালনা পর্ষদের সভা আহবান করেছে পুঁজিবাজারে তালিকাভূক্ত কোম্পানি বাংলাদেশ থাই অ্যালুমিনিয়াম লিমিটেড (বিডি থাই)। সভায় ৩০ জুন পর্যন্ত দেড় বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে লভ্যাংশ ও বার্ষিক সাধারণ সভার সম্পর্কে সিদ্ধান্ত নেয়া হবে।

উল্লেখ্য, এ বছর জুন ক্লোজিংয়ের বাধ্যবাধ্যকতায় ১৮ মাসে হিসাব বছর গণনা করছে কোম্পানিটি।

২০১৫ সালের আর্থিক প্রতিবেদন অনুসারে, জানুয়ারি-ডিসেম্বর পর্যন্ত বিডি থাইয়ের অনিরীক্ষিত ইপিএস হয়েছে ১ টাকা ৮২ পয়সা। যা আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৪০ পয়সা। ৩১ ডিসেম্বর এর শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৪৮ টাকা ৮১ পয়সা।

২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য বিডি থাই অ্যালুমিনিয়াম শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়েছিল। তখন কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ১ টাকা ৫৪ পয়সা।

এদিকে অভিহিত মূল্যে ১:১ অনুপাতে মোট ৫ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ২৮টি রাইট শেয়ার ইস্যু করতে যাচ্ছে বিডি থাই। রেকর্ড ডেট ছিল ২১ জুলাই।

গতকাল বৃহষ্পতিবার ( ৪ আগষ্ট) কোম্পানিটির শেয়ারের সমাপনী দর ছিল ২৩ টাকা। গত এক বছরে সোম্পানিটির সর্বনিন্ম ও সর্বোচ্চ দর ছিল যথাক্রমে ২২ টাকা ১০ পয়সা ও ৪৮ টাকা ৮০ পয়সা।

১৯৯০ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ২০০ কোটি ও ৫২ কোটি ৩৩ লাখ টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ১৩৩ কোটি টাকা।

অন্তবর্তীকালীন আর্থিক বিবরণী অনুসারে গত ৪ আগষ্ট কোম্পানির পিই অনুপাত ছিল ১২ দশমিক ৬৪।

কোম্পানির মোট শেয়ারসংখ্যা ৫ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ২৮টি।এরমধ্যে উদ্যেক্তা/পরিচালকদের কাছে ৩০ দশমিক ৯৮ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারিদের কাছে ১১ দশমিক ৮২ শতাংশ, বিদেশী বিনিয়োগকারিদের কাছে ১ দশমিক ২০ শতাংশ ও সাধারন বিনিয়োগকারিদের কাছে ৫৬ শতাংশ শেয়ার রয়েছে।