একীভূতকরণের অনুমোদন পেয়েছে সিএমসি কামাল

মার্কেট ট্রেন্ড বিডিডটকম রিপোর্ট
সোমবার , ২১ মার্চ ২০১৬

একই ব্যবস্থাপনার অধীনে পরিচালিত আলিফ ইউনিটেক্স লিমিটেডকে একীভূতকরণে আদালতের অনুমোদন পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিএমসি কামাল। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) গতকাল এ তথ্য জানিয়েছে।

বিদ্যমান আইন অনুযায়ী কিংবা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) নির্ধারিত তারিখ থেকে একীভূতকরণের বিষয়টি কার্যকর হবে।

এর আগে সর্বোচ্চ আদালতের কোম্পানি বেঞ্চের নির্দেশক্রমে কোম্পানি দুটি একীভূতকরণে শেয়ারহোল্ডারদের অনুমোদনে গত বছরের ২১ ডিসেম্বর সিএমসি কামালের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছিল।

এদিকে ২০১৫ সালের সেপ্টেম্বরে কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে আলিফ ইউনিটেক্সের  শেয়ারহোল্ডারদের অনুকূলে ১০ টাকা অভিহিত মূল্যের সিএমসি কামালের ৭ কোটি ৬০ লাখ ৫০ হাজার শেয়ার ইস্যুর সিদ্ধান্ত নেয় সিএমসি কামালের পরিচালনা পর্ষদ। প্রস্তাবিত একীভূতকরণ স্কিম অনুসারে, আলিফ ইউনিটেক্সের শেয়ারহোল্ডাররা ১টি শেয়ারের বিপরীতে সিএমসি কামালের ৮ দশমিক ৪৫টি  শেয়ার পাবেন। তবে শেয়ারের বিনিময়ের এ হার বিএসইসির অনুমোদনক্রমে কার্যকর হবে বলে  কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।