দুই বছরের মধ্যে বোনাস শেয়ার বিক্রি করা যাবে না

মার্কেট ট্রেন্ড বিডিডটকম রিপোর্ট
মঙ্গলবার , ০১ ডিসেম্বর ২০১৫

দুই বছরের মধ্যে আর বোনাস শেয়ার বিক্রি করতে পারবেন না নতুন তালিকাভূক্ত কোম্পানির পরিচালকেরা। একইসাখে ওই কোম্পানির ন্যূনতম পাঁচ শতাংশ শেয়ারধারীরাও তাদের বোনাস শেয়ার বিক্রি করতে পারবেন না।

নতুন তালিকাভুক্ত কোম্পানির পরিচালক এবং ওই কোম্পানির ন্যূনতম পাঁচ শতাংশ শেয়ারধারীদের বোনাস শেয়ার বিক্রির ক্ষেত্রে দুই বছরের এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সোমবার ( ৩০ নভেম্বর) অনুষ্ঠিত পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

নতুন তালিকাভুক্ত কোম্পানির প্রসপেক্টাস বা বিবরণী প্রকাশের তারিখ থেকে এ নিষেধাজ্ঞা আরোপিত হবে।

উল্লেখ্য, এতদিন নতুন তালিকাভূক্ত কোম্পানির পরিচালকদের তাদের মূল শেয়ার বিক্রির ওপর নির্ধারিত সময়ের নিষেধাজ্ঞা থাকলেও বোনাস শেয়ার বিক্রির ক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা ছিল না। দেখা গেছে, নতুন তালিকাভুক্ত হওয়ার পরপরই অনেক কোম্পানি বোনাস লভ্যাংশ ঘোষণা করে এবং ওই লভ্যাংশ বুঝে পাওয়ার পর কোম্পানির পরিচালকেরা তা বাজারে বিক্রি করে টাকা তুলে নেন। এতে ক্ষতিগ্রস্ত হতেন সাধারণ বিনিয়োগকারী।