পরিচালনা পর্ষদের প্রভাবশালী সদস্যদের অযাচিত হস্তক্ষেপের কারণে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ওয়ালি উল মারুফ মতিন পদত্যাগ করেছেন।
গতকাল সোমবার সিএসইর সভাপতি মোহাম্মদ আবদুল মজিদের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যানকেও পদত্যাগের একটি কপি দেওয়া হয়েছে।
উল্লেখ্য, ওয়ালি উল মারুফ মতিন ব্যবস্থাপনা পরিচালক হিসেবে সিএসইতে যোগ দেন ২০১৪ সালের ১ ডিসেম্বর। তিন বছরের জন্য তাঁকে এমডি পদে নিয়োগ দেওয়া হয়েছিল। আজ মঙ্গলবার ( ১ ডিসেম্বর) এমডি হিসেবে তাঁর এক বছর পূর্ণ হচ্ছে। কিন্তু তার আগেই তিনি পদত্যাগ করলেন।
পদত্যাগপত্রে মারুফ মতিন বলেন, পরিচালনা পর্ষদের প্রভাবশালী সদস্যরা এমডির বিভিন্ন সিদ্ধান্তে অযাচিত হস্তক্ষেপ করছেন । প্রাতিষ্ঠানিক সুশাসন পরিপন্থী এ ধরনের কর্মপরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না। এ ছাড়া প্রভাবশালী ব্যক্তিদের হস্তক্ষেপের কারণে বিনিয়োগকারীদের অভিযোগগুলোকে যথাযথ গুরুত্ব দিয়ে সমাধানের ক্ষেত্রে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে তিনি কোনো সিদ্ধান্তও নিতে পারছেন না।
এ প্রসঙ্গে সিএসইর চেয়ারম্যান এম. এ মজিদ জানান, সিএসই’র ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদত্যাগ পত্র জমা দিয়েছেন। তবে বোর্ড এখনো কোন সিদ্ধান্ত নেয়নি।
আপনার মন্তব্য লিখুন