শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের দাবি

মার্কেট ট্রেন্ড বিডিডটকম রিপোর্ট
সোমবার , ১৬ নভেম্বর ২০১৫

শেয়ারবাজার কারসাজির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশিদ। তিনি বলেন, গত ৬ মাসে ছয়টি কোম্পানির শেয়ার ওঠা-নামা করছে। কারা এই বাজার কারসাজির সঙ্গে জড়িত তা বের করতে হবে।

সোমবার (১৬ নভেম্বর) রাতে জাতীয় সংসদে অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ দাবি জানান।

কাজী ফিরোজ রশিদ বলেন, শেয়ারবাজারে গত কয়েক দিনে তিতাসের শেয়ার হঠাৎ করে ৭৫ টাকা থেকে নেমে ৫০-এ দাঁড়িয়েছে। তিন দিনে ১ হাজার ৫০০ কোটি টাকা নেই। এরপরও মানুষ কেন শেয়ারবাজারে বিনিয়োগ করবে?

তিনি বলেন, কয়েকদিন আগে দেখলাম এনার্জি রেগুলেটরি কমিশন থেকে একটি সার্কুলার জারি করা হয়েছে। এতে ডিস্ট্রিবিউশন চার্জ অনেক কমিয়ে দেওয়া হয়েছে। যার ফলে তিতাস গ্যাসের দর তিন দিনের মধ্যে ৭৫ থেকে ৫০-এ নেমেছে। এতে মানুষের শেয়ার বাজারের প্রতি আস্থা নষ্ট হবে।

অবিলম্বে বাজার কারসাজির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে তদন্ত কমিটি গঠনের দাবি জানিয়ে তিনি বলেন, শেয়ারবাজারে আস্থা ফিরিয়ে আনতে অর্থ মন্ত্রণালয়কে ব্যবস্থা নিতে হবে।