পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নতুন ফোরাম

মার্কেট ট্রেন্ড বিডিডটকম রিপোর্ট
সোমবার , ১৬ নভেম্বর ২০১৫

পুঁজিবাজারে গতিশীলতা ও বিনিয়োগ কারীদের আস্থা ফেরাতে কাজ করবে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন অব বাংলাদেশ। এ লক্ষ্যে পুঁজিবাজার সংশ্লিষ্ট ছয় প্রতিষ্ঠানকে নিয়ে একটি ফোরাম গঠন করা হবে। এই ফোরাম ব্রোকারদের স্বার্থ রক্ষার পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের সচেতনতা বাড়াতে কাজ করবে।

পুঁজিবাজারে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো হলো এসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশ ইন্সুরেন্স এসোসিয়েশন, এসোসিয়েশন অব মার্চেন্ট ব্যাংকার্স এসোসিয়েশন, এসোসিয়েশন অব অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিজ এবং বাংলাদেশ লিজিং অ্যান্ড ফিন্যান্স কোম্পানিজ এসোসিয়েশন। ইতোমধ্যে এসব এসোসিয়েশনগুলোর সঙ্গে ডিএসই ব্রোকার্স এসোসিয়েশন একটি বৈঠক করেছে।

গত শনিবার এসোসিয়েশনের ১ম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত নেয়া হয়।

ব্রোকার্স এসোসিয়েশনের প্রেসিডেন্ট আহসানুল ইসলাম টিটুর সভাপতিত্বে এজিএমে বক্তব্য রাখেন ডিএসইর সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান, কাজী ফিরোজ রশীদ এবং সাবেক সহ-সভাপতি আহমেদ রশিদ লালী প্রমুখ।