নির্ধারিত সময়ে নবায়ন ফি জমা না দেওয়ায় গত ২০১৪-১৫ অর্থ বছরে এক লাখ ৩ হাজার ৮৩৩টি বেনিফিশিয়ারি ওনার্স বা বিও অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।
গত বৃহস্পতিবার ( ১২ নভেম্বর) জাতীয় সংসদে সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদ-কে এ তথ্য জানান।
সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জনান, দেশে বিনিয়োগের পরিমান কমেনি বরং ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে।
অর্থমন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি খাতে মোট বিনিয়োগের পরিমাণ ২০১১ সালের জুন পর্যন্ত ছিল ২৫১১ দশমিক ৩ বিলিয়ন টাকা। যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে ২০১৫ সালের জুন শেষে (সাময়িক তথ্য অনুযায়ী) ৪৩৮৪.৪ বিলিয়নে দাঁড়িয়েছে।
তিনি বলেন, ২০১১ সালের জুনে দেশে মোট বিনিয়োগের পরিমাণ ছিল জিডিপির ২৭.৪ শতাংশ যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেয়ে জুন-২০১৫ শেষে জিডিপির ২৯ শতাংশে দাঁড়িয়েছে।
আপনার মন্তব্য লিখুন