অর্থনীতি বাঁচাতে মিসরকে বিনিয়োগ আকর্ষণের তাগিদ

সোমবার , ১৪ সেপ্টেম্বর ২০১৫

কোটি কোটি ডলারের ঋণ পরিশোধের সময়সীমা শেষ হয়ে আসছে মিসরের । আগস্টে বিদেশী মুদ্রার রিজার্ভও ছয় মাসের সর্বনিম্নে নেমেছে। এর ওপর চলতি সপ্তাহে দেশটির অর্থমন্ত্রী হেনরি কাদরি জানিয়ে দিয়েছেন বিদেশী বিনিয়োগে প্রত্যাশিত গতি নেই। বিশেষজ্ঞরা বলছেন, এ অবস্থায় সরকার যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে যে উচ্চাভিলাষী পরিকল্পনা নেয়া হয়েছে, তা সময়মতো বাস্তবায়ন হবে না।

বিশেষজ্ঞরা বলছেন, মিসর সরকার যদি ডলারের বিপরীতে স্থানীয় মুদ্রার মান অবনমন করে; তাহলে তাদের রফতানি পণ্যগুলো আন্তর্জাতিক বাজারে আরো প্রতিযোগিতা সক্ষম হবে। শুধু তা-ই নয়; এ উদ্যেগ বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাড়িয়ে দেবে এবং দেশটির সম্পদের দাম বৃদ্ধি নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগও প্রশমিত হবে। আর চলতি মাসে যদি পরিকল্পিত মূল্য সংযোজন কর বাস্তবায়নের পাশাপাশি জুনের মতো নতুন বন্ড ইস্যু করলে বাজেটে ঘাটতিও কমবে। জুনে বন্ড ইস্যুর মাধ্যমে ১ দশমিক ৫ বিলিয়ন ডলার সংগ্রহ করতে পেরেছিল দেশটি।