মালয়েশিয়ার শেয়ারবাজার চাঙ্গা করতে ২০ বিলিয়ন রিঙ্গিত (৪ দশমিক ৬ বিলিয়ন ডলার) দেয়ার ঘোষণা দিয়েছেন সে দেশের প্রধানমন্ত্রী নাজিব রাজাক। নাজিব রাজাক জানান, একটি সরকারি ইকুইটি বিনিয়োগ প্রতিষ্ঠানের মাধ্যমে এ অর্থ শেয়ারবাজারে প্রবেশ করানো হবে। এছাড়া শ্লথগতিতে থাকা দেশটির অর্থনীতিতে গতি আনতে আরো বেশ কিছু পদক্ষেপের ঘোষণা দেন তিনি। খবর রয়টার্স।
সোমবার এক সাংবাদিক সম্মেলনে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ভ্যালুক্যাপ নামের ইকুইটি বিনিয়োগ প্রতিষ্ঠানটি মালয়েশিয়ার অবমূল্যায়িত প্রতিষ্ঠানগুলোতে বিনিয়োগ করবে। নাজিব বলেন, এ জন্য সরকার ভ্যালুক্যাপকে ২০ বিলিয়ন রিঙ্গিত তহবিল দিয়ে পুনরায় সচল করবে।
আপনার মন্তব্য লিখুন