প্রাইম ব্যাংকের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা

মার্কেট ট্রেন্ড বিডিডটকম রিপোর্ট
মঙ্গলবার , ২২ মার্চ ২০১৬

পুঁজিবাজারে তালিকাভূক্ত প্রাইম ব্যাংক শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের জন্য এ লভ্যাংশের সুপারিশ করা হয়েছে ব্যাংকের বোর্ড সভায় ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

প্রাইম ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামি ২৬ এপ্রিল রাজধানীর ফার্মগেটস্থ কৃষিবিদ ইনস্টিটিউটে সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১১ এপ্রিল

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানির শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় হয়েছে .১১ টাকা (ওয়েটেড) শেয়ারপ্রতি কনসলিডেটেড সম্পদ মূল্য ২৫.৭৫ টাকা।

২০০০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্তএ’ ক্যাটাগরির ব্যাংকটির অনুমোদিত মূলধন ২ হাজার ৫’শ কোটি টাকা ও পরিশোধিত মুলধন ১ হাজার ২৯ কোটি ৩৫ লাখ টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ১ হাজার ২০৪ কোটি ৬৯ লাখ টাকা।

প্রাইম ব্যাংকের মোট শেয়ারসংখ্যা ১০২ কোটি ৯৩ লাখ ৪৮ হাজার ৬১৬টি। উদ্যেক্তা/পরিচালকদের কাছে ৪০ দশমিক ৫৩ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারির কাছে ২১ দশমিক ৯২ শতাংশ, বিদেশী বিনিয়োগকারিদের কাছে ১ দশমিক ৩৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারিদের কাছে ৩৬ দশমিক ১৮ শতাংশ শেয়ার রয়েছে।