রূপালী ব্যাংকের এজিএম ৩০ জুন

মার্কেট ট্রেন্ড বিডি ডটকম রিপোর্ট
শুক্রবার , ২৪ জুন ২০১৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামি ৩০ জুন অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির পরিচালনা পর্ষদ ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৫ হিসাব বছরের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ সুপারিশ করেছে।

সর্বশেষ নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৫ হিসাব বছরে রূপালী ব্যাংকের শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৯৯ পয়সা, আগের বছর যা ছিল ২ টাকা ৩৫ পয়সা। ৩১ ডিসেম্বর ব্যাংকের শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩ টাকা ৪৭ পয়সা।

ডিএসইতে গতকাল বৃহষ্পতিবার রুপালী ব্যাংকের সমাপনী দর ছিল ২৪ টাকা ১০ পয়সা।

অন্তবর্তীকালিন আর্থিক বিবরণী অনুসারে গত ২৩ জুন কোম্পানির পিই অনুপাত ছিল ২২ দশমিক ৩১।

দেশের পুঁজিবাজারে ১৯৮৬ সালে তালিকাভূক্ত ব্যাংকটির অনুমোদিত মূলধন ৭০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ২৪০ কোটি ৩ লাখ ৩০ হাজার টাকা। রিজার্ভে আছে ৯৭০ কোটি ২০ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ২৪ কোটি ৩৩ হাজার ৭৫০। এর মধ্যে সরকারের কাছে ৯০ দশমিক ১৯ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ৯৪ ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৬ দশমিক ৮৭ শতাংশ শেয়ার রয়েছে।