ক্ষতিগ্রস্থ বিনিয়োগকারিদের ঋণের সুদ হার কমল

মার্কেট ট্রেন্ড বিডি ডটকম রিপোর্ট
রবিবার , ০৩ জুলাই ২০১৬

২০১০ সালে শেয়ারবাজার ধসে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বল্প সুদে ঋণ সহায়তা দেওয়ার জন্য গঠিত ৯০০ কোটি টাকার বিশেষ তহবিলের মেয়াদ এক বছর বাড়ানো হয়েছে। তহবিলটির মেয়াদ এ বছরের ডিসেম্বরে শেষ হওয়ার কথা ছিল। মেয়াদ বাড়ানোর ফলে তা ২০১৭ সালের ডিসেম্বরে শেষ হবে।

এছাড়া ঋণের সুদ হারও কমানো হয়েছে।বিনিয়োগকারী পর্যায়ে ঋণের সুদ হার ৯ শতাংশ কমিয়ে সর্বোচ্চ সাড়ে ৭ শতাংশ করা হয়েছে। নতুন সুদ হার এখন থেকেই কার্যকর।

সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সিদ্ধান্ত নিয়েছে। অর্থ মন্ত্রণালয় থেকে জারি করা এ-সংক্রান্ত এক আদেশে এ সিদ্ধান্তের কথা বলা হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, তহবিল থেকে আইসিবি ৫ শতাংশ সুদে ঋণ নিয়ে তা ৬ শতাংশ সুদে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে দেবে। আর মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো সর্বোচ্চ সাড়ে সাত শতাংশ সরল সুদে ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে তা বিতরণ করবে।

উল্লেখ্য, তহবিলটি ব্যবস্থাপনার দায়িত্বে আছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।

জানা গেছে, গত ২৩ জুন পর্যন্ত তহবিলটি থেকে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে প্রায় ৬৪২ কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে। একই সময়ে ঋণ অনুমোদন করা হয়েছে প্রায় ৬৮৩ কোটি টাকা।