বাজেটে পুঁজিবাজারসহ কয়েকটি খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেয়া হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মহামারি করোনাভাইরাসের কারণে সৃষ্ট সংকটে দেশের অর্থনৈতিক কর্মকান্ড কিছুটা হলেও ঝিমিয়ে পড়েছে। কাঙ্খিত রাজস্ব আয় হচ্ছে না।
এছাড়া পুঁজিবাজারও তারল্য সংকটে ভূগছে। তাই বিনিয়োগ সুবিধা বাড়িয়ে অর্থনৈতিক কর্মকান্ড চাঙ্গা করাসহ বিভিন্ন কারণে পুঁজিবাজারসহ কয়েকটি খাতে কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার দাবি উঠেছে।
এই সূত্র জানিয়েছে, বর্তমানে পুঁজিবাজারে বিনিয়োগের পরিমান অনেক কমে গেছে। সাধারণ বিনিয়োগকারীরা রীতিমতো হতাশ। তাদের পীঠ দেয়ালে ঠেকে গেছে। এ অবস্থায় যদি পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া হয় তাহলে এ খাতে একটা প্রাণসঞ্চার হতে পারে।
উল্লেখ্য, চলতি অর্থবছরে পুঁজিবাজারে কালো টাকা সাদা করার সুযোগ না থাকলেও আবাসন, বিশেষ অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কে এ সুযোগ রয়েছে। কালো টাকা ও অপ্রদর্শিত অর্থ বিদ্যমান করের সঙ্গে ১০ শতাংশ জরিমানা দিয়ে সাদা করার এ সুযোগ রয়েছে।
তবে জরিমানার বিধান রাখায় এক্ষেত্রে বিনিয়োগকারীদের কাছ থেকে তেমন সাড়া নেই। তাই, সহজ শর্তে বিনিয়োগকারীদের কালো টাকা সাদা করার সুযোগ দেয়ার কথা বলেছে সংশ্লিষ্টরা।
আপনার মন্তব্য লিখুন