ইয়াহু অধিগ্রহণেও বাফেট আগ্রহী

মার্কেট ট্রেন্ড বিডিডটকম ডেস্ক
শুক্রবার , ২০ মে ২০১৬

সম্প্রতি আইফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপলে ১০০ কোটি ডলারের বেশি বিনিয়োগ করেছে মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেটের প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ে। প্রযুক্তি খাতে আমেরিকান প্রতিষ্ঠানটির বড় বিনিয়োগ এটি। এ বিনিয়োগের ফলে অ্যাপলের ৯৮ লাখ ১০ হাজার শেয়ারের মালিকানা পেল বাফেটের প্রতিষ্ঠান।  বিনিয়োগের এ খবর প্রকাশের পর শেয়ারবাজারে অ্যাপলের দর ঊর্ধ্বমুখী হয়ে ওঠে। ২০১৫ সালের পর থেকে অ্যাপলের শেয়ার প্রায় ৩০ শতাংশ পড়ে গেলেও, এই বিনিয়োগের ঘোষণার দিন তা আবার বেড়ে যায়। সর্বশেষ খবর অনুযায়ী প্রতিষ্ঠানটির প্রতি শেয়ার মূল্য ৩.৭ শতাংশ বেড়ে ৯৩.৮৮ ডলারে গিয়ে ঠেকেছে।

এদিকে মার্কিন অনলাইন জায়ান্ট ইয়াহু অধিগ্রহণেও বেশ আগ্রহী বাফেট । এ নিয়ে সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি তাঁর ইচ্ছার কথা ব্যক্ত করেন।