শেয়ারদর প্রভাবিত করার অভিযোগে বন্ধ করে দেয়া হচ্ছে ১০০ ফেসবুক পেজ। গত সোমবার (১১ এপ্রিল) পেজগুলো বন্ধের অনুরোধ জানিয়ে বাংলাদেশ টেলিকম রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) চিঠি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। চিঠিতে ২৫টি পেজের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বিএসইসি’র নির্দেশে ঢাকা স্টক এক্সচেঞ্জ এসব ফেসবুক পেজের বিষয়ে অনুসন্ধান করে। অনুসন্ধানে এসব পেজের মাধ্যমে গুজব ও ভিত্তিহীন তথ্য ছড়ানোর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
সূত্র জানিয়েছে, ডিএসই’র অনুসন্ধানে এসব ফেসবুক পেজের মাধ্যমে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দিয়ে বিভিন্ন কোম্পানির শেয়ার ক্রয়ে অনুসারী বিনিয়োগকারীদের উদ্বুদ্ধ করার বিষয়টি উঠে এসেছে। কোম্পানি লভ্যাংশ ও অন্যান্য মূল্যসংবেদনশীল সিদ্ধান্ত গ্রহণের আগেইে এসব ফেসবুক পেজ থেকে এর পূর্বাভাস দেয়া হয়।
অনেক ক্ষেত্রে ইনসাইডারদের তথ্য হিসেবেও প্রচার করা হয়। আবার কিছু কিছু পেজে বিভিন্ন সিকিউরিটিজের বাজারদরের পূর্বাভাস দেয়া হয়। যা সিকিউরিটিজ আইন লঙ্ঘন। এজন্য সংশ্লিষ্ট পেজগুলো বন্ধের সুপারিশ করা হয়েছে।
উল্লেখ্য, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অধ্যাদেশ ১৯৬৯-এর ধারা ১৭ অনুসারে, নিজ স্বার্থসিদ্ধি বা অন্য কোনো উদ্দেশ্যে কোনো উপায়েই কেউ কোনো নির্দিষ্ট সিকিউরিটিজ ক্রয় বা বিক্রয়ে অন্যদের প্ররোচনা দিতে পারবে না।
গত বছরের ৩ আগস্ট ব্লগ ও ফেসবুক পেজের মাধ্যমে শেয়ারদর প্রভাবিত করার দায়ে মাহবুব সারোয়ার নামের এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড দেন শেয়ারবাজার-সম্পর্কিত বিশেষ ট্রাইব্যুনাল।
এছাড়া ২০০৭ সালে মিথ্যা মূলসংবেদনশীল তথ্য প্রচার করে শেয়ারদরে কারসাজির দায়ে পুঁজিবাজারে তালিকাবূক্ত বাংলাদেশ ওয়েল্ডিং ইলেকট্রোডস লিমিটেড -এর ব্যবস্থাপনা পরিচালক নূরুল ইসলাম ও উইকলি ইন্ডাস্ট্রি পত্রিকার সম্পাদক এনায়েত করিমকে তিন বছরের কারাদণ্ড দেন ট্রাইব্যুনাল।
আপনার মন্তব্য লিখুন