৩০ ডলারে নামল জ্বালানি তেল

মার্কেট ট্রেন্ড বিডিডটকম রিপোর্ট
বৃহস্পতিবার , ১৪ জানুয়ারী ২০১৬

বিশ্ববাজারে ক্রমেই পড়ছে জ্বালানি তেলের দাম। মধ্যপ্রাচ্যে ইরান ও সৌদি আরবের রাজনৈতিক উত্তেজনাও জ্বালানি তেলের এই পড়তি দাম রোধ করতে পারছে না।

গত বুধবার আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সামান্য বাড়লেও এর আগের দিন মঙ্গলবার দাম ৩০ ডলারেরও নিচে নেমে গেছে। যা ১২ বছরের মধ্যে সর্বনিম্ন।

বুধবার আন্তর্জাতিক বাজারে যুক্তরাষ্ট্রের অশোধিত তেলের দাম ৩৮ সেন্ট বা ১.২৫ শতাংশ বেড়ে হয় ৩০.৮২ ডলার। লন্ডনের ব্রেন্ট তেলের দাম ২৬ সেন্ট বা ০.৮৪ শতাংশ বেড়ে হয় ৩১.১২ ডলার।

বিশ্লেষকরা বলছেন, তেলের দাম আরো পড়বে। বাজারে পর্যাপ্ত সরবরাহ এবং চীনের মন্থর অর্থনীতির কারণে তেলের দাম এখন নিম্নমুখীই থাকবে।ইরান ও সৌদি আরবের দ্বন্দ্বও রুখতে পারবে না জ্বালানি তেলের দরপতন। সিঙ্গাপুরে ফিলিপ ফিউচার্সের বিশ্লেষক ডানিয়েল অংগ বলেন, তেলের যে সরবরাহ এবং চাহিদা দেখা যাচ্ছে। তাতে মনে হয় চাহিদা দুর্বল হওয়ার কারণে সামনে দাম আরো কমতে পারে। তিনি বলেন, বাজারে যুক্তরাষ্ট্রও এখন পর্যাপ্ত তেল সরবরাহ করছে। এএফপি