বিনিয়োগের জন্য সম্প্রসারণমুখী নীতি দাবি

মার্কেট ট্রেন্ড বিডিডটকম রিপোর্ট
শনিবার , ০৯ জানুয়ারী ২০১৬

আগামী ১৪ জানুয়ারি চলতি অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত ৫ জানুয়ারি বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত ব্যাংকার্স সভায় দেশের ব্যাংকগুলোর প্রধান নির্বাহীরা সম্প্রসারণমুখী মুদ্রানীতি দাবি করেছেন।
ব্যাংকগুলোর হাতে থাকা অতিরিক্ত তারল্য বিনিয়োগের জন্য সম্প্রসারণমূলক মুদ্রানীতির পক্ষে মত দিয়েছেন তারা। তবে বাংলাদেশ ব্যাংক বড় গ্রাহকদের দিকে না তাকিয়ে ছোট উদ্যোক্তাসহ কৃষি খাতে বিনিয়োগের পরামর্শ দিয়েছে।
উল্লেখ্য, বর্তমানে ব্যাংকিং খাতে এক লাখ কোটি টাকার বেশি উদ্বৃত্ত তারল্য রয়েছে। বাজারে ঋণ চাহিদা না থাকায় ব্যাংকগুলো এ টাকা বিনিয়োগ করতে পারেনি।