পুঁজিবাজারে বন্ড ছেড়ে ১০ কোটি ডলার সংগ্রহ করবে সরকার

মার্কেট ট্রেন্ড বিডিডটকম রিপোর্ট
মঙ্গলবার , ২২ ডিসেম্বর ২০১৫

দেশের বিদ্যুৎ খাতের উন্নয়নে পুঁজিবাজারে বন্ড ছেড়ে ১০ কোটি ডলার সংগ্রহ করবে সরকার। বাংলাদেশী মুদ্রায় এর পরিমান প্রায় ৭৭৮ কোটি ৯৪ লাখ ৪৫ হাজার টাকা।

আজ মঙ্গলবার (২২ ডিসেম্বর) রাজধানীতে ‘স্টেট অব ইকনোমি’ শীষক এক সেমিনারে প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহি চৌধুরী এ কথা জানান।

তিনি বলেন, এ বন্ড ইস্যু করার ফলে বিদ্যুত খাত এবং দেশের পুঁজিবাজার-উভয়ই লাভবান হবে। এ সময় প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা জানান, আগামী বছরে জ্বালানি খাতের বেশকিছু কোম্পানি পুঁজিবাজারে আসবে।

বিনিয়োগ বোর্ডের এক্সিকিউটিভ চেয়ারম্যান এম.এ. সামাদ-এর সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরূপাক্ষ পাল।

ড. বিরূপাক্ষ পাল বলেন, উন্নত দেশগুলো ক্যাপিটাল মার্কেটকে গুরুত্ব দিয়ে তাদের অর্থনীতিকে চাঙ্গা করেছে। আমাদেরও সেটা করা উচিত। এজন্য গবেষণা দরকার। তিনি বলেন, অর্থনীতিকে চাঙ্গা করার ক্ষেত্রে পুঁজিবাজার ব্যাপক ভূমিকা রাখতে পারে।