বাংলাদেশে উচ্চবিত্তের চাইতে নিন্ম আয়ের মানুষের উপর ভ্যাটের (মূল্য সংযোজন কর) বোঝা বেশি। উচ্চ আয়ের মানুষের মোট ভোগ ব্যয়ের সাড়ে ৪ শতাংশ ভ্যাট হিসেবে খরচ হলেও নিন্ম আয়ের মানুষের এই খরচ প্রায় ৭ শতাংশ।
সম্প্রতি আন্তর্জাতিক সংগঠন ট্যাক্স জাস্টিস নেটওয়ার্ক ও নেদারল্যান্ডভিত্তিক অক্সফাম যৌথভাবে চারটি দেশের উপর এক গবেষনা কার্যক্রম চালায়।গবেষণায় এ তথ্য এসেছে। বাংলাদেশে এ কার্যক্রমে সহায়তা করে সুশাসনের জন্য প্রচারাভিযান (সুপ্র) নামে একটি বেসরকারি প্রতিষ্ঠান। গতকাল বুধবার(১৫ ডিসেম্বর)রাজধানীতে এ গবেষণার ফলাফল সম্পর্কে বিস্তারিত তুলে ধরে হয়।
শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিখাতসহ জনবান্ধব খাতগুলোকে ভ্যাট-ট্যাক্সের আওতার বাইরে রাখা, প্রত্যক্ষ কর আদায়ে গুরুত্ব দেয়া, সামর্থ্যবান ব্যক্তি ও ব্যবসায়ীদের আয়করের আওতায় আনা, কর প্রশাসনে দক্ষতা বাড়ানো ও আদায় করা অর্থ ব্যয়ে স্বচ্ছতা আনার সুপারিশ করা হয়। এ সময় জানানো হয়, দেশের ৭৯ শতাংশ ব্যবসায়ী এখনো করের আওতার বাইরে। ১৬ কোটি মানুষের দেশে মাত্র ১২ লাখ করদাতার সংখ্যা নিতান্তই অপ্রতুল।
রাজস্ব বিষয়ে বিভিন্ন দুর্বলতা তুলে এগুলো কাটিয়ে উঠতে বেশকিছু সুপারিশ করা হয়।
সুপ্র’র চেয়ারপার্সন আহমেদ স্বপন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদ, সিপিডি’র সিনিয়র গবেষণা ফেলো তৌফিকুল ইসলাম খান, এফবিসিসিআইয়ের উপদেষ্টা মনজুর আহমেদ প্রমুখ।
আপনার মন্তব্য লিখুন