ফ্লোর প্রাইসের জন্যই আজকে বাজারের এ অবস্থা : আবু আহমেদ

মার্কেটট্রেন্ডবিডি.কম
শুক্রবার , ১৮ আগস্ট ২০২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও পুঁজিবাজার বিশ্লেষক আবু আহমেদ সাংবাদিকদের বলেছেন, ফ্লোর প্রাইসের জন্যই আজকে বাজারের এ অবস্থা। বলা হচ্ছে, সাধারণ বিনিয়োগকারীদের বাঁচানোর জন্য ফ্লোর প্রাইস দেয়া হয়েছে। কিন্তু এতে কি সাধারন বিনিয়োগকারী বাঁচবে? ফ্লোর প্রাইসের কারণে বিদেশী বিনিয়োগকারীরাও শেয়ার কিনছে না।

তিনি বলেন, বাজারের বর্তমান অবস্থায়ও অনেক নামসর্বস্ব কোম্পানির শেয়ারের দাম লাগামহীনভাবে বাড়ছে। একটা কোম্পানিকে ঋণ পরিশোধের জন্য ব্যাংক থেকে নোটিশ করা হয়েছে। সেই কোম্পানির শেয়ারদরও  হু হু বাড়ছে। এটা কিভাবে সম্ভব?

তিনি বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, খারাপ কোম্পানির শেয়ার  কেনা যাবে না। বাজারের এ অবস্থায় ভালো ডিভিডেন্ড দেয় এমন কোম্পানির শেয়ার কিনে বসে থাকতে হবে।