ডিএসইতে ব্লক মার্কেটে ২২ কোটি টাকার লেনদেন

মার্কেটট্রেন্ডবিডিডটকম রিপোর্ট
রবিবার , ২১ আগস্ট ২০২২

আজ রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)ব্লক মার্কেটে মোট ৩৪টি কোম্পানির মোট ৩৩ লাখ ৩০ হাজার ৮২৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২২ কোটি ১১ লাখ টাকা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশের প্রধান এই শেয়ারবাজারের ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে ফরচুন সুজ লিমিটেডের। কোম্পানিটিা ১০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এরপর দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে যথাক্রমে আল-হাজ্ব টেক্সটাইল ও সানলাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানি দুটির যথাক্রমে ১ কোটি ৫৮ লাখ টাকা ও ১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন হওয়া অন্য কোম্পানিগুলো হচ্ছে- আমরা টেকনোলজি, একমি পেস্টিসাইডস, অ্যাক্টিভ ফাইন, আনলিমা ইয়ার্ন, আজিজ পাইপস, বিডি ল্যাম্পস, বেক্সিমকো, কপারটেক ইন্ডাস্ট্রিজ, ই-জেনারেশন, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এইচ.আর টেক্সটাইল, ইমাম বাটন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, যমুনা ব্যাংক, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, লুবরেফবিডি, মালেক স্পিনিং, মুন্নু ফেব্রিক্স, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, নিউ লাইন ক্লোথিংস,অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, প্রাইম ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট টেক্সটাইল, আরডি ফুড, স্যালভো কেমিক্যাল, সী পার্ল বীচ, শ্যামপুর সুগার, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সোনালী পেপার ও ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেড।