বরাদ্দ কমছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে

মার্কেটট্রেন্ডবিডিডটকম রিপাের্ট
মঙ্গলবার , ০২ জুন ২০২০

আগামি অর্থবছরে বরাদ্দ কমছে বিদ্যুৎ ও জ্বালানি খাতে। ২০২০-২০২১ অর্থবছরে এ খাতে ২৭ হাজার ৯৯২ কোটি টাকা বরাদ্দ দেয়া হচ্ছে। যা চলতি অর্থবছরে ছিল ২৮ হাজার ৫১ কোটি টাকা। এই হিসেবে চলতি অর্থবছরের তুলনায় এ খাতে বরাদ্দ কমছে ৬০ কোটি টাকা।

বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্র জানিয়েছে, সরকার এ খাতের উন্নয়নে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে পরিকল্পনা হাতে নিয়েছে। এরমধ্যে ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট, ২০৩০ সালের মধ্যে ৪০ হাজার মেগাওয়াট এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা হাতে নেয়া হয়েছে।

এদিকে করোনা সংকটের কারণে বিভিন্ন খাত ক্ষতিগ্রস্ত হলেও বিশেষজ্ঞরা মনে করেন, আগামিতেও যে সব খাতের চাহিদা থাকবে তারমধ্যে অন্যতম হলো বিদ্যুৎ ও জ্বালানি খাত।