ডিএসইতে প্রায় দেড় হাজার কোটি টাকা লেনদেন

মার্কেটট্রেন্ডবিডিডটকম রিপোর্ট
সোমবার , ২২ আগস্ট ২০২২

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে আজ সোমবার প্রায় দেড় হাজার কোটি টাকা লেনদেন হয়েছে। এটি গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন । লেনদেনের পাশাপাশি সূচকও বেড়েছে।

আজ ডিএসইতে মোট ১ হাজার ৪৭৭ কোটি ৫৬ লক্ষ ৩৩ হাজার ১২৮ টাকা লেনদেন হয়েছে। এর আগে গত ৮ ফেব্রুয়ারি ডিএসইতে ১ হাজার ৪৪৯ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে মোট ৩৮০টি কো¤পানির ৩৪ কোটি ৬৫ লক্ষ ৬০ হাজার ১৫৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৪টির। কমেছে ১১৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৯৯টি কোম্পানীর শেয়ার।

ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের কার্যদিবসের চেয়ে ৪০ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩০০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২১ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ২৪৭.৩৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭ দশমিক ৪৪ পয়েন্ট বেড়ে ১ হাজার ৩৮০ পয়েন্টে অবস্থান করছে।