গ্রাহকের আস্থা ও বিশ্বাস নিয়ে ২১ বছরে মার্কেন্টাইল ব্যাংক

মার্কেটট্রেন্ডবিডিডটকম রিপাের্ট
মঙ্গলবার , ০২ জুন ২০২০

গ্রাহকের আস্থা ও বিশ্বাস নিয়ে আজ ২১ বছর পূর্তি করল পুঁজিবাজারে তালিকাভূক্ত মার্কেন্টাইল ব্যাংক। সব শ্রেণী-পেশার মানুষকে সর্বাধুনিক ব্যাংকিং সেবা প্রদান ও দেশের সামগ্রিক অর্থনীতিকে গতিশীল করার প্রত্যয় নিয়ে ১৯৯৯ সালের ২ জুন যাত্রা শুরু করে বেসরকারি এই ব্যাংকটি।

ধারাবাহিক সাফল্যের মাধ্যমে এরইমধ্যে ব্যাংকটি দেশের একটি প্রথম সারির ব্যাংক হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছে বলে প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষের দাবি।

বর্তমানে ব্যাংকটি সারাদেশে ১৪৯টি শাখার মাধ্যমে তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া রয়েছে ১৮১টি এটিএম বুথ ও ২০টি ক্যাশ ডিপোজিট মেশিন।

গ্রাহকদের সুবিধার জন্য পরিচালনা করছে করপোরেট, এসএমই, রিটেইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কার্ড সার্ভিস ও এমবিএল কন্টাক্ট সার্ভিস।