ঘোষিত লভ্যাংশ পরিবর্তন করল উত্তরা ব্যাংক

মার্কেটট্রেন্ডবিডিডটকম রিপাের্ট
সোমবার , ০১ জুন ২০২০

শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশ পরিবর্তন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত  উত্তরা ব্যাংক লিমিটেড। ব্যাংকটি প্রথমে  ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষনা করেছিল। এরমধ্যে ১০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ।

তবে ঘোষিত এই লভ্যাংশ পবির্তন করা হয়েছে। এখন ব্যাংকটি তার শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশের পরিবর্ত ৩০ শতাংশ লভ্যাংশ দেবে। এরমধ্যে ৭ শতাংশ নগদ ও ২৩ শতাংশ বোনাস লভ্যাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৫ জুন অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩ জুন।

সর্বশেষ হিসেব বছরে ব্যাংকটির শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে ৪ টাকা ৫৯ পয়সা। গত ৩১ ডিসেম্বর, ২০১৯ তারিখে সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৮ টাকা ৩৬ পয়সা।