ঋণপ্রবাহ বাড়ায় অধিকাংশ ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে

মার্কেট ট্রেন্ড বিডি ডটকম রিপোর্ট
রবিবার , ০৩ জুলাই ২০১৬

চলতি বছরের প্রথম ছয় মাসে বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিচালন মুনাফা বেড়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ব্যাংকের পরিচালন মুনাফা বেড়েছে উল্লেখযোগ্য হারে। বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি মুনাফা করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ।

গত শুক্রবার ( ১ জুলাই) দেশের ব্যাংকগুলো তাদের ছয় মাসের আয়-ব্যয়ের হিসাব করে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ব্যবসা-বাণিজ্যে গতি ফেরায় সার্বিকভাবে আগের বছরের তুলনায় বেসরকারি খাতে ঋণপ্রবাহ বেড়েছে। বিশেষ করে রিটেইল, এসএমই, কৃষি ও কনজ্যুমার খাতে ব্যাংকের বিনিয়োগ বেশি হয়েছে। এ ছাড়া সার্ভিস চার্জ থেকেও মুনাফার একটি বড় অংশ এসেছে। কলমানি ও বাংলাদেশ ব্যাংকে রিভার্স রেপোর লেনদেন থেকেও ভালো আয় হয়েছে।

সূত্র জানায়, গত কয়েক বছরের মধ্যে বেসরকারি খাতের উদ্যোক্তারা এখন সর্বনিম্ন সুদে ঋণ পাচ্ছেন। নিয়মিত ঋণ পরিশোধ করেন এমন উদ্যোক্তারা এখন ১০ শতাংশের কম সুদে ঋণ পাচ্ছেন। এতে করে বেসরকারি খাতে ধারাবাহিকভাবে ঋণ বাড়ছে।

চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে বেসরকারি খাতে বার্ষিক ঋণ প্রবৃদ্ধি ছিল ১৪ দশমিক ৮২ শতাংশ। গত মে শেষে বেড়ে ১৬ দশমিক ৪০ শতাংশ হয়েছে। গত মে মাসে ব্যাংকগুলোর ঋণের গড় সুদহার ছিল ১০ দশমিক ৫৭ শতাংশ। আগের বছরের একই মাস শেষে যা ছিল ১১ দশমিক ৮২ শতাংশ। ২০১৪ সালের একই মাস শেষে ছিল ১৩ দশমিক ২৩ শতাংশ। এ সবের প্রভাব পড়েছে মুনাফার উপর।

উল্লেখ্য, পরিচালন মুনাফা ব্যাংকের প্রকৃত মুনাফা নয়। পরিচালনগত মুনাফা থেকে ঋণের বিপরীতে সঞ্চিতি (প্রভিশন) এবং কর (৪২.৫ শতাংশ) বাদ দিয়ে নিট মুনাফা হয়। আর নিট মুনাফাই ব্যাংকের প্রকৃত আয়।

চলতি অর্থবছরের প্রথমার্ধে ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালন মুনাফা হয়েছে ৮৫৪ কোটি টাকা। গত বছরের প্রথমার্ধে ব্যাংকটি ৮৪২ কোটি টাকা পরিচালন মুনাফা করেছিল।

দ্বিতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক। এ সময়ে ব্যাংকটি পরিচালন মুনাফা করেছে ৬১০ কোটি টাকা, যা আগের বছরের একই সময়ে ৩৯৫ কোটি টাকা।

সাউথইস্ট ব্যাংক পরিচালন মুনাফা করেছে ৪১৫ কোটি টাকা। অথচ গত বছরের প্রথমার্ধে ব্যাংকটি মাত্র সাড়ে ২৭ কোটি টাকা মুনাফা করেছিল।

প্রাইম ব্যাংক মুনাফা করেছে ৪০১ কোটি টাকা। গত বছরের প্রথমার্ধে ব্যাংকটি পরিচালন মুনাফা করেছিল ৩১৫ কোটি টাকা।

আল আরাফাহ ইসলামী ব্যাংক পরিচালন মুনাফা করেছে ৩৫০ কোটি টাকা। গত বছর একই সময়ে ব্যাংকটি মুনাফা করেছিল ২৬৩ কোটি টাকা। সোস্যাল ইসলামী ব্যাংকের মুনাফা করেছে ২২৬ কোটি টাকা। গত বছরের মুনাফা করেছিল ২১০ কোটি টাকা।

এনসিসি ব্যাংক মুনাফা করেছে ২০১ কোটি টাকা। গত বছর প্রথমার্ধে মুনাফা করেছিল ১৭৮ কোটি টাকা।

এক্সিম ব্যাংক মুনাফা করেছে ২৫৫ কোটি টাকা। যা গত বছরের একই সময়ে ছিল ২৬৮ কোটি টাকা। মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক মুনাফা করেছে ১৭৫ কোটি টাকা। গত বছরের প্রথমার্ধে ব্যাংকটি মুনাফা করেছিল ১৪০ কোটি টাকা।

যমুনা ব্যাংক ২০১ কোটি, পূবালী ব্যাংক ৩১০ কোটি ও ব্যাংক এশিয়া ২৭৮ কোটি টাকা পরিচালন মুনাফা করেছে।

নতুন ব্যাংকগুলোর মধ্যে এনআরবি কমার্শিয়াল ব্যাংক ১০৭ কোটি টাকা মুনাফা করেছে। গত বছরের প্রথমার্ধে ব্যাংকটি ৩৬ কোটি টাকা মুনাফা করেছিল।

মেঘনা ব্যাংক মুনাফা করেছে ৫৮ কোটি টাকা। গত বছর একই সময়ে মুনাফা করেছিল ২৫ কোটি টাকা। এ ছাড়া সাউথ বাংলা অ্যাগ্রিকালচার ব্যাংক ৬৬ কোটি টাকা মুনাফা করেছে। মধুমতি ব্যাংক পরিচালন মুনাফা করেছে ৩২ কোটি টাকা।