ব্র্যাক ব্যাংকের শেয়ার কিনছে বিদেশী বিনিয়োগকারিরা

মার্কেট ট্রেন্ড বিডিডটকম রিপোর্ট
বুধবার , ০৮ জুন ২০১৬

পুঁজিবাজারে তালিকাভূক্ত ব্র্যাক ব্যাংকের শেয়ার কিনছে বিদেশী বিনিয়োগকারিরা। গত দুই মাসের ব্যবধানে ০.৩৩ শতাংশ আর দুই বছরের ব্যবধানে ব্যাংক খাতের এ কোম্পানিটির মোট ৩৬ দশমিক ১৮ শতাংশ শেয়ার কিনেছে বিদেশী বিনিয়োগকারিরা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ ( ডিএসই)-এর ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্যে দেখা যায়, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির মোট ৭১ কোটি ৪ লাখ ৩৬ হাজার ৯১০টি শেয়ারের মধ্যে উদ্যেক্তা/পরিচালকদের কাছে ৫০ দশমিক শূণ্য ১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারিদের কাছে ৬ দশমিক ৩৭ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারিদের কাছে ৪৩ দশমিক ৬২ শতাংশ শেয়ার রয়েছে। বিদেশী বিনিয়োগকারিদের কাছে কোন শেয়ার নেই।

কিন্তু দুই বছরের মধ্যে ২০১৬ সালের ৩১ মে পর্যন্ত কোম্পানিটির ৩৬ দশমিক ১৮ শতাংশ শেয়ার কিনেছে বিদেশী বিনিয়োগকারিরা। তবে এ দুই বছরের ব্যবধানে সাধারণ বিনিয়োগকারিরা তাদের হাতে থাকা অধিকাংশ শেয়ার বিক্রি করেছেন। সাধারণ বিনিয়োগকারিদের হাতে এখন রয়েছে কোম্পানিটির ৬ দশমিক ৮৯ শতাংশ শেয়ার।

এছাড়া এ সময়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারিদের কাছে থাকা শেয়ারের পরিমানও আগের তুলনায় কিছুটা বেড়েছে। বর্তমানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারিদের হাতে রয়েছে ৭ দশমিক শূন্য ১ শতাংশ শেয়ার। আর উদ্যেক্তা/পরিচালকদের কাছে রয়েছে ৪৯ দশমিক ৯২ শতাংশ শেয়ার।

২০০৭ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ১ হাজার ২০০ কোটি ও ৭১০ কোটি ৪৩ লাখ টাকা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ৮২৯ কোটি ৫০ লাখ টাকা।

আজ বুধবার ( ৮ জুন ) কোম্পানিটির সমাপনী শেয়ারদর ছিল ৫২ টাকা। গত এক বছরে শেয়ারদর ৩৫ টাকা থেকে সর্বোচ্চ ৫২ টাকা ৬০ পয়সা পর্যন্ত ওঠে।

৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে কোম্পানিটি বিনিয়োগকারিদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। অন্তবর্তীকালীন আর্থিক বিবরণী অনুসারে আজ কোম্পানির পিই অনুপাত ছিল ১৩ দশমিক ২৭।