আইএফআইএল’র ১৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

মার্কেট ট্রেন্ড বিডিডটকম রিপোর্ট
মঙ্গলবার , ০৭ জুন ২০১৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল) ২০১৫ সালে শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

রোববার ( ৫জুন) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি),  কাকরাইলে অনুষ্ঠিত কোম্পানির ১৫তম বার্ষিক সাধারণ সভায় এ লভ্যাংশ অনুমোদন করা হয়।

কোম্পানির নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে কর পরবর্তী মুনাফা হয়েছে ১৯ কোটি ৯ লাখ টাকা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৬৪ টাকা এবং শেয়ার প্রতি সম্পদ (এনএভিপিএস) হয়েছে ১৩.৩৫ টাকা।

কোম্পানির চেয়ারম্যান মোস্তানছের বিল্যাহ’র সভাপতিত্বে সভায় ভাইস চেয়ারম্যান রেজাকুল হায়দার ও আনিস সালাহউদ্দিন আহমদ, অডিট কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মো. আহসানুল কবীর, ইসি চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এ কে এম শহীদুল হক, ডিএমডি মোহাম্মদ রুকনুজ্জামান, সিএফও মোহাম্মদ শওকত আকবর, কোম্পানি সচিব রেজাউদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।