দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) লিমিটেডের ২০১৪-১৫ হিসাব বছরে আগের বছরের তুলনায় শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে মাত্র ১ পয়সা। এরফলে ২০১৪-১৫ হিসাব বছরে দেশের প্রধান এ স্টক এক্সচেঞ্জটির শেয়ারপ্রতি আয় ৭৫ পয়সায় গিয়ে দাঁড়িয়েছে। আগের হিসাব বছরে এ আয়ের পরিমাণ ছিল ৭৪ পয়সা।
নাম প্রকাশ না করার শর্তে ডিএসইর একজন ঊর্ধ্বতন কর্মকর্তা ১ পয়সা আয় বৃদ্ধির বিষয়টি দ্য রিপোর্টকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, ২০১৪-১৫ হিসাব বছরে ডিএসইর শেয়ারপ্রতি আয় বেড়েছে ১ পয়সা।
অডিট ফার্ম এ কাশেম এন্ড কোম্পানি এই আর্থিক প্রতিবেদন তৈরি করে গত সম্পাহে তা ডিএসইর অডিট এন্ড রিস্ক ম্যানেজমেন্ট কমিটির কাছে জমা দিয়েছে। এই কমিটির অনুমোদন পেলে তা ডিএসইর পরিচালনা পর্ষদে উঠবে। এ আয়ের উপর ভিত্তি করে সর্বোচ্চ ৭.৫ শতাংশ লভ্যাংশ প্রদান করতে পারবে। এর বেশি লভ্যাংশ দিতে চাইলে রিজার্ভ থেকে দিতে হবে। ডিএসই সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
আপনার মন্তব্য লিখুন