শেয়ারহোল্ডারদের অনুমোদন না নেয়ার পাশাপাশি সংশোধিত নথিপত্র না দেয়ার কারণে ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং লিমিটেডের রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব বাতিল করেছে বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন ( বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যে জানা যায়, কোম্পানির ২০১৮ সালের ৩১ মার্চের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে রাইট শেয়ার ইস্যু অনুমোদনের জন্য কমিশনে আবেদন করা হয়। কিন্তু পরে জুন ক্লোজিংয়ে কোম্পানিটি ২০১৭-১৮ হিসাববছরের জন্য ২০ শতাংশ ও ২০১৮-১৯ হিসাববছরের জন্য ১০ শতাংশ স্টক লভ্যাংশ দিয়ে পরিশোধিত মূলধন বাড়িয়েছে।
কোম্পানিটি মূলধন বাড়ানো সত্ত্বেও রাইট শেয়ার ইস্যুর বিষয়ে শেয়ারহোল্ডারদের অনুমোদন নেয়নি। এছাড়া কমিশনেও এ বিষয়ে কোন তথ্য ও সংশোধিত কোন নথিপত্র জমা দেয়নি।
ফলে কোম্পানিটির রাইট শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন করা সম্ভব নয় বলে বিএসইসি’র পক্ষ থেকে জানানো হয়েছে।
দেশের পুঁজিবাজারে ২০১৬ সালে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানিটির অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৭৪ কোটি ৫৭ লাখ টাকা। কোম্পনিটির রিজার্ভে রয়েছে ১৩৫ কোটি ৩২ লাখ টাকা। আর দীর্ঘ ও স্বল্পমেয়াদী ঋণ রয়েছে যথাক্রমে ২৯ কোটি ৯১ লাখ টাকা ও ২ কোটি ৯৯ লাখ টাকা।
ডিএসইতে গতকাল মঙ্গলবার কোম্পানিটির শেয়ার ৯ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়।
আপনার মন্তব্য লিখুন