ম্যারিকোর পর্ষদ সভা ১৭ জুলাই

মার্কেট ট্রেন্ড বিডিডটকম রিপোর্ট
বুধবার , ১২ জুলাই ২০১৭

চলতি হিসাব বছরের প্রথম (এপ্রিল-জুন) প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার জন্য পরিচালনা পর্ষদের সভা আহ্বান করেছে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড। আগামি ১৭ জুলাই বেলা ২টা ৪৫ মিনিটে পরিচালনা পর্ষদের এ সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩১ মার্চ সমাপ্ত ২০১৬-১৭ হিসাব বছরের জন্য ৫০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ সুপারিশ করেছে। এর আগে কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরে ৪৫০ শতাংশ অন্তর্বর্তী নগদ লভ্যাংশ দিয়েছে।

২০১৬ হিসাব বছরে ওষুধ ও রসায়ন খাতের এ কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৪৫ টাকা ৭২ পয়সা। যা আগের বছর ছিল ৪৪ টাকা ৮৯ পয়সা। কোম্পানিটির রিজার্ভে রয়েছে ১১৪ কোটি ১৭ লাখ টাকা।

আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ১ হাজার ২৭ টাকা ২০ পয়সায় লেনদেন হয়।গত এক বছরে কোম্পানিটির শেয়ারের দর ৮৯৯ টাকা থেকে ১ হাজার ৩১০ টাকার মধ্যে ওঠানামা করে।

২০০৯ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভূক্ত ‘এ’ ক্যাটাগরির কোম্পানিটির অনুমোদিত মুলধন ৪০ কোটি টাকা। পরিশোধিত মুলধন ৩১ কোটি ৫০ লাখ টাকা।

কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ১৫ লাখ।এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকের কাছে ৯০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২ দশমিক ৯৩ শতাংশ, বিদেশী বিনিয়োগকারীদের কাছে ৫ দশমিক ৯৮ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১ দশমিক শূণ্য ৯ শতাংশ শেয়ার রয়েছে।