গাফিলতির অভিযোগে দুই এসআই বরখাস্ত পরিদর্শক প্রত্যাহার

রবিবার , ১২ জুলাই ২০১৫

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল বৃহস্পতিবার আরও ২০ পয়েন্টে বেড়ে প্রায় ৪ হাজার ৬০০ পয়েন্টে উঠেছে। গত এক মাসের মধ্যে এটিই ডিএসইএক্স সূচকের সর্বোচ্চ অবস্থান। এর আগে গত ৬ জুন ডিএসইএক্স ৪ হাজার ৬০০ পয়েন্টের ওপরে ছিল।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক গতকাল ৫১ পয়েন্ট বেড়ে ১৪ হাজার ১৭৪ পয়েন্টে উঠেছে।
এ নিয়ে টানা তিন দিন দেশের উভয় শেয়ারবাজারের সূচক বাড়ল। তার আগে কয়েক দিন বাজারে একটানা দরপতন ঘটেছে। তবে সপ্তাহের শেষদিনে গতকাল দুই বাজারে সূচক বাড়লেও লেনদেন কমেছে।
ডিএসইতে গতকাল লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৪৭৭ কোটি ২৬ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ১৭ কোটি ২৬ লাখ টাকা
কম। আগের দিন ঢাকার বাজারে লেনদেন হয়েছিল ৪৯৪ কোটি ৫২ লাখ টাকার। অন্যদিকে চট্টগ্রামের বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ দাঁড়ায় প্রায় ৩৩ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ৪১ কোটি টাকার লেনদেন হয়েছিল।