৯ জুন আর এন স্পিনিংয়ের পর্ষদ সভা

মার্কেট ট্রেন্ড বিডিডটকম রিপোর্ট
মঙ্গলবার , ০৭ জুন ২০১৬

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আর.এন স্পিনিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আগামী ৯ জুন বিকেল সাড়ে ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির ৩১ মার্চ ২০১৬ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি ১৫ মে পর্ষদ সভা করার ঘোষণা দিয়েছিল। অনিবার্য কারণে পূর্বনির্ধারিত সভা স্থগিত করা হয়েছে।

২০১০ সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৫০০ কোটি ও ২৪৭ কোটি ৮০ লাখ টাকা। কোম্পানির রিজার্ভে রয়েছে ৭৬ কোটি ১০ লাখ টাকা।

অন্তবর্তীকালীন আর্থিক বিবরণী অনুসারে গত ৬জুন কোম্পানির পিই অনুপাত ছিল ৫০ দশমিক ৮৩।

কোম্পানির মোট শেয়ারসংখ্যা ২৪ কোটি ৭৮ লক্ষ ১৮ হাজার ৭০৯টি। এরমধ্যে উদ্যেক্তা/পরিচালকদের কাছে ৩৬ দশমিক ৮৫ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারিদের কাছে ১৬ দশমিক ৪৬ শতাংশ ও সাধারন বিনিয়োগকারিদের কাছে ৪৬ দশমিক ৬৯ শতাংশ শেয়ার রয়েছে।