বেসরকারি খাতের সাউথ বাংলা অ্যাগ্রিকালচার অ্যান্ড কমার্স ( এসবিএসি) ব্যাংকের প্রাথমিক গণপ্রস্তাব বা আইপিওর চাঁদা গ্রহণ আজ সোমবার শুরু হয়েছে। চাঁদা গ্রহণ কার্যক্রম চলবে আগামী ১১ জুলাই পর্যন্ত । চতুর্থ প্রজন্মের এ ব্যাংকটি আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্যে ১০ কোটি শেয়ার ছেড়ে শেয়ারবাজার থেকে ১০০ কোটি টাকা মূলধন সংগ্রহ করবে।
ব্যাংকটি অর্থ উত্তোলন করে সরকারি সিকিউরিটিজ ক্রয় এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে।
২০১৩ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করা সাউথবাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক গত ৯ মে আইপিওর অনুমোদন পায়। ব্যাংকের ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর নিরীক্ষিত আর্থিক বিবরণী অনুযায়ী পুন:মূল্যায়ন ছাড়া নেট অ্যাসেটভ্যালু হয়েছে ১৩.১৮ টাকা। আর ওই বছরের ৯ মাসে ইপিএস হয়েছে ০.৯৪ টাকা। যা বিগত ৫ বছরের ভারিত গড় হারে হয়েছে ১.২৪ টাকা।
আইপিওতে ব্যাংকটির ইস্যু ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।
উল্লেখ্য, নতুন নিয়ম অনুযায়ী, কোন কোম্পানির আইপিওতে আবেদন করতে হলে সেই বিনিয়োগকারীর সেকেন্ডারি বাজারে ন্যূনতম ২০ হাজার টাকার বিনিয়োগ থাকতে হবে। আর একজন বিনিয়োগকারী সর্বনিম্ন ১০ হাজার টাকা থেকে সর্বোচ্চ ৫০ হাজার টাকার আবেদন করতে পারবেন। লটারি প্রথা তুলে দেওয়ায় এখন আবেদনকারীদের মধ্যে আনুপাতিক হারে শেয়ার বণ্টন করা হয়।
আপনার মন্তব্য লিখুন